মেহেরপুর অফিস: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মেহেরপুর জেলা শাখার সভানেত্রী তাহেরা রহমানের বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে পুনাকের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। পুনাক মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনাকের জেলা সভানেত্রী মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলীর পতœী তাহেরা রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পুনাক সদস্য মনিরা রহমান, সদর থানার ওসি শাহ দারার পতœী নাসরিন আক্তার, ডিআইও-১ ফারুক হোসেনের পতœী রাবেয়া সুলতানা, ডিবির এসআই অজয় কুমার কু-ুর পতœী চম্পা রানী কু-ু, এসআই রুমিয়া খাতুন, এএসআই ফারহানা কানিজ, কনস্টেবল উম্মে কুলসুম, ডিবির ওসি জুলফিকার আলীর তনয়া জেনিথ তাহসীন। পরে মেহেরপুর পুনাকের পক্ষ থেকে বিদায়ী সভানেত্রীকে ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ