মেহেরপুর অফিস: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুর শহরে থানাপাড়ায় ছোট ভাই ও তার লোকজনের হামলায় বড় ভাবি রুবিনা জেসমিন (৪৮), তার দুই মেয়ে রোকাইয়া মুস্তারি ইভা ও হামিম মুশতারি আহত হয়েছেন। আহত ৩ জনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে। আহত রুবিনা জেসমিন মেহেরপুর শহরের থানাপাড়ার আবুল কাশেমের স্ত্রী এবং রোকাইয়া মুস্তারি ইভা ও হামিম মুশতারি তার দুই মেয়ে।
জানা গেছে, বাড়ির জমি ভাগাভাগি করাকে কেন্দ্র করে থানার পাশের বাসিন্দা দাউদ হোসেনের ছেলে সেলিম ও আবুল কাশেমের মধ্যে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছে। আবুল কাশেম বাড়িতে না থাকার সুযোগ নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেলিমের নেতৃত্বে তার লোকজন আবুল কাশেমের বাড়িতে ভাঙচুর শুরু করেন। এ সময় কাশেমের স্ত্রী ও তার মেয়েরা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে ওই ৩ জন মারাত্মক আহত হন। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই সেখানে পুলিশ পৌঁছায়।
উল্লেখ্য, এ ঘটনার এক সপ্তাহ পূর্বে সেলিমের নেতৃত্বে কাশেমের বাড়ি ভাঙচুর করেছে বলে তারা অভিযোগ করেন সেলিম।