মেহেরপুর অফিস: মেহেরপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ বোতল ফেনসিডিলসহ সলিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকা থেকে সলিমকে আটক করা হয়। সলিম মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে এসআই জুম্মান, এসআই মহসিন ও এএসআই হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স শহরের মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে সলিমকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তিতে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।