মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্র বিমোচনে জেলা পর্যায়ে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার ও ২০২২-২০২৩ অর্থবছরে আদায়কৃত যাকাতের টাকা বিতরণে জেলা যাকাত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দারিদ্র বিমোচনে জেলা পর্যায়ে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার ও ২০২২-২০২৩ অর্থবছরে আদায়কৃত যাকাতের টাকা বিতরণে জেলা যাকাত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস। অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন মেহেরপুর জেলা ইমান সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম সিরাজুম মুনির, মাও. সাব্বির হোসেন, নুর হোসেন আঙুর প্রমুখ।