মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন প্রাঙ্গণে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৫ সদস্য শপথ গ্রহণ করেন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. কামরুল হাসান শপথ বাক্য পাঠ করান। সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কার্যকরী সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মাহবুব এলাহী, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, সহ-সম্পাদক এরশাদ আলী, কোষাধ্যক্ষ মিন্টু, প্রচার সম্পাদক মোহাম্মদ সেন্টু, লাইন সম্পাদক মুন্না, সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক বকুল শেখ, শ্রমিক কল্যাণ সম্পাদক রেজাউল হক এবং নির্বাহী সদস্য শরিফুল ইসলাম, বাচ্চু মিয়া ও আনারুল ইসলাম শপথ গ্রহণ করেন।
শপথগ্রহণ শেষে নব-নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. কামরুল হাসান, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি আহসান হাবীব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম-সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ প্রমুখ।