মেহেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান
জ্বালানি কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিময়ে ৪ লাখ টাকা জরিমানা
মেহেরপুর অফিস: মেহেরপুরে ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর বুড়িপোতা সড়কে তিনটি ইটভাটাই অভিযান চালানো হয়। এ সময় ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার ও পোড়ানোসহ ইনভাটার লাইসেন্স না থাকায় প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধনী-২০১৯) লংঘন করায় গোলাম রহমানের ছেলের শোয়েব রহমান, আজিমুদ্দিনের ছেলে সাইদুল ইসলাম, নজরুল ইসলামের ছেলে লিজনের নিকট থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোজাফফর খান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মেহেরপুর সদর থানার পুলিশ সদস্য ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহযোগিতা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.