মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন
২৭ পদের বিপরীতে ২৮জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষ্যে ২৭টি পদের বিপরীতে ২৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে কেবলমাত্র সভাপতি পদে ২ জন বাকি পদগুলোতে একজন করে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩৭৩ জন ভোটারের মন জয় করতে সভাপতি পদে দুজন সহ মোট ২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এতে সভাপতি পদের প্রার্থী হতে বর্তমান সভাপতি আলহাজ মো. গোলাম রসূল ও বর্তমান সহ-সভাপতি এসকেন আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে মনোনয়নপত্র জমাদানকারী অন্যান্যরা হলেন সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, সহ-সভাপতি পদে আসাবুল হক, মাহফুজুর রহমান রিটন, হাফিজুর রহমান ও আনোয়ার সাদাত খোকন, সহসাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আহমেদ শহীদ, মুস্তাক আহমেদ বাবু ও নুরুজ্জামান। সাংগঠনিক সম্পাদক পদে সোহরাব হোসেন ও আশরাফুল হক বাবু। সড়ক সম্পাদক পদে আনিসুর রহমান ও আব্দুর রশিদ। ক্রীড়া সম্পাদক পদে ইসরাফিল হোসেন, প্রচার সম্পাদক পদে রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আমিনুর ইসলাম, কার্যনির্বাহী সদস্য পদের সুমন আলী, মহব্বত হোসেন, তানভির আহমেদ রানা, রফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, আজিজুল বারী মুকুল, আব্দুল খালেক, মুক্তি মিয়া, জাকারিয়া, আলমিজ হোসেন সাকি ও রেজাউল হক।
মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিনের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় নির্বাচন পরিচানাকারী কমিটির সদস্য নুরুল আহমেদ, মাহবুব চাঁদু উপস্থিত ছিলেন।