মেহেরপুর অফিস: কোভিট-১৯ করোনাভাইরাস ভ্যাকসিন প্রদানের পঞ্চম দিন পর্যন্ত মেহেরপুর জেলায় ২ হাজার ২৯ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। গত রোববার সারাদেশের ন্যায় মেহেরপুর জেলাতে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান শুরু হয়।
গতকাল বৃহস্পতিবার ভ্যাকসিন প্রদানের পঞ্চম দিনে মেহেরপুর জেলার বিভিন্ন শ্রেণিপেশার ৮০৫ জনসহ ৫ দিনে মোট ২ হাজার ২৯ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন।এই পাঁচদিনে ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে মেহেরপুর জেলা প্রশাসকসহ চিকিৎসক, পুলিশ, সরকারি কর্মকর্তা রয়েছেন। সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান করোনাভাইরাস টিকা গ্রহণ করার পর এখন পর্যন্ত পার্শপ্রতিক্রিয়ার কোনো খবর পাওয়া যায়নি।