মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলা গোপালপুর গ্রামে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার সময় অভিযান চালিয়ে মাংস উদ্ধার করে সেগুলো বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে মাংস উদ্ধার করে সেগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়
জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গোপালপুর গ্রামে অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারি কর্মকর্তা তারিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
তারিকুল ইসলাম জানান, গোপালপুর গ্রামের ফজর মন্ডলের ছেলে নওশাদ অসুস্থ একটি গরু জবাই করে মাইকিং করে গ্রামে বিক্রি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা গ্রামে এসে মাংস জব্দ করার পর সেখানে মাটি চাপা দিয়ে পুঁতে বিনষ্ট করি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ