মেহেরপুর অফিস: মেহেরপুর ইয়াং বাংলা ফিউচার লিডারশিপ’র উদ্যোগে নবগঠিত শ্যামপুর ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইয়াং বাংলা ফিউচার লিডারশিপ মেহেরপুর জেলা শাখার সভাপতি মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন। ইয়াং বাংলা ফিউচার লিডারশিপ মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি ও মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইকবাল হোসেন, সদস্য তারিকুল ইসলাম, মহিলা সদস্য কাকলি খাতুন, উর্মি খাতুন, সজীব ওয়াজেদ জয় পরিষদ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ সেখানে বক্তব্য রাখেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ