স্টাফ রিপোর্টার: মেহেরপুর আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেল সুপার মনির হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজা আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রন্জন রায়, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এজেএম সিরাজুম মুনীর, জেলা খাদ্য অফিসার মনিরুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার প্রমুখ। প্রস্তুতি যথাযোগ্য মর্যাদায় জেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন ও কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ, স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ, ঈদ জামায়াতের সময়সূচি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাস্তার পাশে গরুর হাট না বসানোসহ যত্রতত্র গরু জবাই না করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।