আমঝুপি প্রতিনিধি: শিক্ষকদের দিয়েই শিক্ষায় রুপান্তর শুরু এই প্রতিপাদ্য বিষয়ে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মানব উন্নয়ন কেন্দ্র মউক হলরুমে বিশ্ব শিক্ষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ। তিনি তার বক্তৃতায় বলেন সমাজ দেশ ও রাষ্ট্র শিক্ষকদের কাছে অনেক কিছু আশা করে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষকদের পানেই চেয়ে আছে জাতি।’ তিনি আরও বলেন ‘শিক্ষকদের মর্যাদা-সম্মানের পাশাপাশি তাদের দায়িত্ব, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতাও থাকতে হবে।’ গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মউক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি মো. আজগর আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক ও ছড়াসম্রাট আহাদ আলী মোল্লা। আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম, উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কুরছিয়ারা, গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতাব আলী ও আশরাফপুর দাখিল মাদরাসার সুপার মাও. ইসমাইল হোসেন। সভায় শিক্ষকদের সব ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব পালনসহ স্ব স্ব কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি তাগিদ দেন বক্তারা। তারাই সুষ্ঠুভাবে দায়িত্ব¡ পালনের মাধ্যমে দক্ষ ও জনশক্তি তৈরিতে বড় ভূমিকা ও অবদান রাখতে পারেন বলে মন্তব্য করেন বক্তারা। আলোচনাসভার আগে একটি বর্ণাঢ্য র্যালি আমঝুপির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন। উপস্থাপনায় ছিলেন মানবধিকার কর্মী সাদ আহাম্মদ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ