মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মেহেরপুর সদর ক্লাস্টার মো. জহুরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। জাতি গড়তে হলে সকলকে শিক্ষিত হতে হবে। তিনি আরও বলেন, শিক্ষায় জাতির মেরুদ-। সে সঙ্গে খেলাধুলা শরীরচর্চা একান্ত প্রয়োজন। মনোবল ও শক্তি তৈরি করতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।