মেহেরপুর অফিস: মেহেরপুরে অনিরাপদ ও মানসম্পন্নহীন বিভিন্ন শিশু খাদ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছে মেহেরপুর স্যানেটারি ইন্সপেক্টর। মেহেরপুর সদর থানা স্যানেটারি পরিদর্শক তারিকুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর পিটিআই মোড়ে মেসার্স জনপ্রিয় স্টোরের একটি বিক্রয় ভ্যানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের অনিরাপদ ও মানসম্পন্নহীন শিশু খাদ্য জব্দ করেন। পরে সেগুলো নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী জনসম্মুখেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, মেসার্স জনপ্রিয় স্টোরের একটি বিক্রয় ভ্যানে তল্লাশি চালিয়ে বিভিন্ন শিশু খাদ্য জব্দ করা হয়। তবে জনপ্রিয় স্টোরের মালিক মো. আসাদ আলী জানান, আমরা নতুন ব্যবসায়ী, খাদ্যের ভালোমন্দ সম্পর্কে এখনো ধারণা হয়নি। ভবিষ্যতে এরূপ আর হবে না মর্মে মতামত প্রকাশ করেন।