মেহেরপুর অফিস ঃ মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসূল গ্রামে গ্রামে গিয়ে ৫৫০জন কর্মহীন অসহায় গরিব মানুষের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। গতকাল বুধবার সকাল থেকে সদর উপজেলার বুড়িপোতা, আমঝুপি ও কতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন মানুষের মাঝে ওইসব খাবার বিতরণ করেন।
এদিন খাবার সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৫শ’ গ্রাম খেজুর, ১ লিটার তেল ও ১ টি করে সাবান বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন, খাজা মুঈনদ্দিন লিটন সহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।