মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলায স্কাউটসের উদ্যোগে ৪৭২তম স্কাউটিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলায় স্কাউটের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে ওরিয়েন্টেশন কোর্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা (মাধ্যমিক) শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সদর উপজেলা(প্রাথমিক)শিক্ষা অফিসার আফিল উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রিপন, কোর্স লিডার আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, মনিরুল ইসলাম, শরিফুজ্জামান। দিনব্যাপী এ কোর্সে মেহেরপুর সদর উপজেলা বিভিন্ন বিদ্যালয় ৪৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
এছাড়া, আরও পড়ুনঃ