মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা নির্বাচন অফিসের উদ্যোগে নির্বাচনী কাজে যুক্ত শিক্ষকদের তিনদিন ব্যাপী ইভিএম ট্রাবল স্যুটিং প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে। গতকাল রোববার বিকেলে ইভিএম ট্রাবল স্যুটিং প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের প্রশিক্ষণ সমাপ্ত করেন প্রশিক্ষকরা। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে ইভিএম ব্যবহার বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। তাই দ্রুততর সময়ে ভোট প্রয়োগ ও গণনার জন্য মেহেরপুর জেলার ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটের জন্য নির্বাচনী কাজে যুক্ত গাংনী উপজেলার ২৫ জন শিক্ষকদের ইভিএম পদ্ধতির উপর ৩ দিনের প্রশিক্ষণের আয়োজন করে মেহেরপুর জেলা নির্বাচন অফিস। মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছারের সভাপতিত্বে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল-আমিন হোসেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ