মেহেরপুর অফিস: অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্ত গ্রামের আরিফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলের দিকে আরিফুল ইসলাম মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তৌহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরিফুল ইসলাম নিশ্চিন্তপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
প্রায় ৬ বছর পূর্বে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে নিশ্চিন্তপুর গ্রামের মৌসুমী খাতুনের দায়ের করা অপহরণ মামলায় আরিফুল ইসলামের ১৪ বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা ; অনাদায়ে আরো ৬ মাসের কারাদ-াদেশ দিয়েছিলেন বিজ্ঞ বিচাবক। ওই সময় থেকে আরিফুল ইসলাম বিদেশে পলাতক ছিলেন। দীর্ঘ প্রায় ৬ বছর পর দেশে ফিরে এদিন বিকেলের দিকে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পূর্ববর্তী পোস্ট
বখাটেদের উৎপাত বন্ধে মেহেরপুর সরকারি মহিলা কলেজ সড়কে পুলিশি অভিযান
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ