মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে ল্যাকটেটিং মাদার ভাতাভোগীদের স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করা হয়। গতকাল বুধবার দুপুরের দিকে জুমের মাধ্যমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ভাতাভোগীদের স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন। মেহেরপুর পৌর এলাকায় ১৩শ’ ভাতাভোগীদের চারদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক নাসিমা আক্তার, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ