মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খানের নির্দেশনা এসআই (নি.) নিখিল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি শরিফুল ইসলাম ও ধীপন পাইকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন সদর উপজেলা পিরোজপুর গ্রামের ছামসার হোসেনের ছেলে শরিফুল ইসলাম এবং খোকন পাইকের ছেলে ধীপন পাইক। তাদের নামে মেহেরপুর সদর থানায় ২১/০৯/২০২০, ধারা-৩৮০/৪১১ পেনাল কোডের এজাহারভুক্ত আসামি হয়।
সদর থানার ওসি শাহ দারা খান জানান, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা থেকে উভয়কে গ্রেফতার করা হয় এবং চোরাই গরু উদ্ধার করা হয়। আসামি শরিফুল ইসলামের বিরুদ্ধে ১০ বছরের সাজা গ্রেফতারি পরোয়ানা মেহেরপুর থানায় মূলতবী থাকায় আসামিকে মামলা এবং গ্রেফতারি পরোয়ানামূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আসামি মো. ধীপন পাইককে ওই মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।