মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর ১৩তম বার্ষিক সাধারণসভা-২০২৩ গতকাল শুক্রবার বেলা ১০টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেহেরপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মো. রবিউল ইসলাম (ফারুক)’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব এর মেহেরপুর-চুয়াডাঙ্গা-কুষ্টিয়ার সহকারী জেলা ব্যবস্থাপক সুজয় কুমার বসু। কালব মেহেরপুর সদর উপজেলা ডিরেক্টর শুকুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সেক্রেটারি তমজিদা খাতুন, ২০২১-২০২২ অর্থ বছরের আয়-ব্যয় প্রতিবেদন পাঠ করেন ট্রেজারার ইয়াছ নবী ও অন্যান্য প্রতিবেদন পাঠ করেন ডিরেক্টর আব্দুল লতিফ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহ সভাপতি শফিকুল ইসলাম ও সাবেক সহ সভাপতি মোখলেছুর রহমান। এর আগে অতিথিবৃন্দ মঞ্চে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে সেখানে সর্বোচ্চ শেয়ার সঞ্চয়কারী, সর্বোচ্চ আমানতকারী, নিয়মিত কিস্তি পরিশোধকারী ও কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।