মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মেহেরপুর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিটিআই’র সুপার আবদুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মঞ্জুরুল আলম। মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেন রঞ্জন রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি কমর উদ্দিন। সভায় মেহেরপুর জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন কল্পে বিস্তর আলোচনা করা হয়। এরআগে সকালের দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মঞ্জুরুল আলম মেহেরপুরে এসে পৌঁছালে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।