মেহেরপুর অফিস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ‘আগামীর বাংলাদেশ ও মুজিবচর্চার প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ও বিশিষ্ট লেখক ড. মুনতাসীর মামুন। জুমের মাধ্যমে আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মো. রাফিউল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
দেশে টিকা কার্যক্রমে ফের জটিলতা : অনিশ্চয়তায় মডার্নার দ্বিতীয় ডোজ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ