মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীর ধলাগ্রামে চাচাতো মামার লালসার শিকারে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক মানসিক প্রতিবন্ধী ভাগ্নে (১৪)। কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলাগ্রামে এ ঘটনা ঘটে । ধলা গ্রামের মৃত উইল হকের ছেলে বানারুল ইসলাম (৫৫) এ জঘন্য কাজটি করছে বলে জানিয়েছে প্রতিবন্ধী মেয়ের পিতা। তিনি বলেন, গত কয়েক দিন যাবৎ আমার মেয়ে অসুস্থ বোধ করছে। এমন অবস্থায় গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা করাতে নিয়ে যায়। সেখানেই আমার মেয়ে ঘটনাটি আমাকে ও ডাক্তারকে বলে। তিনি আরও বলেন, আমার মেয়ে মানসিক ভারসাম্যহীন। তার চাচাতো মামা সরলতার সুযোগ নিয়ে তাকে নিয়মিত ধর্ষণ করেছে। পরে সে অন্তঃসত্ত্বা হলে বিষয়টি নজরে আসে। পরে মেহেরপুর একটি ক্লিনিকে নিয়ে আসা হলে পরীক্ষার মাধ্যমে ৪ মাসের অন্তঃসত্ত্বা ধরা পড়ে। অন্যদিকে বানারুল ইসলাম বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য প্রতিবন্ধীর পিতাকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে অভিযুক্ত বানারুল ইসলামের নামে মামলা করবেন বলে জানান প্রতিবন্ধী মেয়ের পিতা।
পূর্ববর্তী পোস্ট
নাটুদাহ পুলিশ ক্যাম্পের জমি সম্প্রসারণ ও পাঁচিল নির্মাণের সীমানা নির্ধারণের লক্ষ্যে আলোচনা
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ