মেহেরপুর অফিস: মাদক সেবনের অপরাধে লালন শেখ নামের এক মাদকাসক্তকে ৩ মাসের বিনাশ্রম জেল ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এই কারাদ- ও জরিমানার আদেশ দেন। সাজাপ্রাপ্ত লালন শেখ মেহেরপুর শহরের ৪নং ওয়ার্ড নতুনপাড়ার আবুল কাশেমের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারায় তাকে ৩ মাসের জেল এবং ১শ টাকা জরিমানা করা হয়। এর আগে দুপুরের দিকে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে শহরের ৪নম্বর ওয়ার্ড নতুনপাড়া এলাকা থেকে মাদক সেবন করার সময় লালন শেখকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে সোপর্দ করা হয়। বিকালেই দ-প্রাপ্ত লালন শেখকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.