মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একদল সদস্য জুগিন্দা গ্রামের যাদু মণ্ডলের ছেলে দবির উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের আগমনী টের পেয়ে দবির উদ্দিন পালিয়ে যায়। পরিদর্শক আব্দুল মান্নান আরো জানান, আমের প্যাকেটের মধ্যে এই পরিমাণ গাঁজা জেলার বাইরে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে এনে রাখা হয়েছিলো। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।