মেহেরপুর অফিস: গাঁজা সেবনের অভিযোগে শাকিল ও ফিংকা নামের দুই মাদকসেবীর এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ মাদকসেবীকে এক মাসের করে সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্ত শাকিল মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া বাবর আলীর ছেলে এবং ফিংকা একই এলাকার আব্দুল মজিদের ছেলে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর স্টেডিয়ামপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করে। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ