মেহেরপুর অফিস: আলোচনাসভা ও র্যালির মধ্যদিয়ে মেহেরপুরে বিশ্বস্বাস্থ্য দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. জওয়াহেরুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. জমির মো. হাসিবুস সাত্তার, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রসেনজিৎ প্রণয় মিশ্র প্রমুখ।
এদিকে এর আগে বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকীর নেতৃত্বে মেহেরপুর পৌর গেট থেকে শুরু করে র্যালিটি মেহেরপুর সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. জমির মো. হাসিবুস সাত্তার, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রসেনজিৎ প্রণয় মিশ্র, মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শফিকুল আলম, ইপিআই সুপার আব্দুস সালাম, ব্র্যাকের জেলা প্রতিনিধি ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, গুড নেইবারস্ বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র উদ্যোগে গুড নেইবারস্ মেহেরপুর সিডিপি’র অফিস চত্বরে বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিডিপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাহ্মুদুর রহমান শিমুল। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র প্রজেক্টের ডা. সাঝদীপ ইসলাম, হেলর্থ অফিসার পারভেজ আহম্মদ, সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন প্রমুখ। গুড নেইবারস্ মেহেরপুর সিডিপি’র স্পন্সর শিশু ও মায়েরা এ সময় উপস্থিত ছিলেন