মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের রেজিষ্ট্রি অফিসের সামনে বিদ্যুতস্পৃষ্টে হয়ে দুটি হনুমানের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। এদিন সকালের দিকে মেহেরপুর রেজিষ্ট্রি অফিসের সামনে কালোমুখো হনুমানের দল এক ছাদ থেকে অরেক ছাদে লাফালাফি করছিলো। এসময় একটি বাচ্চা হনুমান বিদ্যুতের তার স্পর্শ করার সাথে সাথে তার মৃত্যু হয়। এ দৃশ্য দেখে অন্য একটি হনুমান তাকে উদ্ধার করতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। বাচ্চা হনুমানটি দীর্ঘক্ষণ তারে ঝুলে থাকার পর স্থানীয় কতিপয় ব্যক্তি তার মরদেহ নিচে নামায়। হনুমান দুটির মৃত্যুর পরপরই সেখানে অনেকগুলো হনুমান সারিবদ্ধভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকে।
এদিন দুপুর পর্যন্ত হনুমান দুটির মরদেহ জেলা রেজিস্ট্রি অফিসের সামনে পড়ে থাকতে দেখা গেছে। একই সাথে জেলা রেজিস্ট্রি অফিসের সামনে ওই হনুমানের দলকে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে দেখা গেছে।