মেহেরপুর অফিস: মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ অনুষ্ঠানকে ঘিরে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি উদযাপন ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে স্টেডিয়ামে পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করবেন মেহেরপুর জেলা প্রশাসক। পরে তিনি সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন। এ ছাড়াও দিনভর কর্মসূচির মধ্যে রয়েছে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলা আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান। ওইদিন বিকালে বিশেষ আয়োজন হিসেবে বর্ণাঢ্য র্যাওলীর পাশাপাশি মেহেরপুর স্টেডিয়াম মাঠে ১ হাজার শিক্ষার্থীর সমন্বয়ে জাতীয় পতাকা তৈরি এবং সেই সাথে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে মানব ৫০ তৈরি করা হবে। গতকাল রোববার সকালে জাতীয় পতাকা তৈরির লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ৫০ তৈরীর মহড়ার শুরু করা হয়। এদিকে মানবপতাকা তৈরি এবং অনুষ্ঠানকে ঘিরে স্টেডিয়ামের গ্যালারিসহ চতুর্পাশে রঙ করে অনুষ্ঠানকে প্রানবন্ত করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশতুরা আমিনার সহযোগিতায় মেহেরপুর শহরসহ সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থী ৫০ ও মানবপতাকায় অংশগ্রহণ করবে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ