মেহেরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনাসভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুর শাখা কর্তৃক কৃষকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় কর্মসূচির আলোকে দ্বিপাক্ষিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুর শাখায় অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলম। এ সময় তিনি বলেন, সহজেই কৃষকরা কৃষি ঋণ পাচ্ছেন বলেই বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষকদের জন্য একটি আদর্শ ব্যাংক। এর সাথে সাথে এই ব্যাংক অন্য ব্যাংকগুলোর মতো সব সেবা দিচ্ছে। রেমিট্যান্সে সরকার ঘোষিত বিশেষ সুবিধা প্রদান করছে কৃষি ব্যাংক এতে প্রবাসীরা যেমন লাভবান হচ্ছেন দেশও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। ডিপিএস সুবিধাসহ নানামুখী সুবিধা গ্রহণ করে গ্রাহকরা লাভবান হতে পারেন। তিনি ঋণ গ্রহীতাদের উদ্দেশে বলেন, ঋণ গ্রহণের সাথে সাথে আপনাকে একজন ভালো গ্রাহক হওয়ার পূর্বশর্ত হিসেবে নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। তাহলে আগের চেয়ে বেশি ঋণ নিয়ে আপনি কৃষি ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা প্রহলাদ কুমার হোড়’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। তিনি বলেন শস্য, মৎস্য, প্রাণিসম্পদ, গাভীপালন, কৃষি যন্ত্রপাতি, শস্য গুদামজাত ও বাজার জাতকরণ, দারিদ্র বিমোচন, কৃষি ভিত্তিক শিল্প এ সমস্ত কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংক সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও দ্বিপাক্ষিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুর শাখার ঋণ বিতরণ কর্মকর্তা মো. আনিছুর রহমান, মুফলেছুর রহমান কোয়েল ও রবিউল ইসলাম সহ উপকারভোগী সদস্যগণ। প্রাথমিকভাবে একই দিনে এ অনুষ্ঠানে ২৫ জন কৃষকদের মাঝে ২৫ লাখ টাকার ঋণ প্রদান এবং ঋণগ্রহীতা কৃষকদের নিকট থেকে ২০ লাখ টাকার ঋণ আদায় করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More