মেহেরপুর অফিস: “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো মেহেরপুরে বীমা দিবস। গতকাল বুধবার সকালে স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি জেলা শিল্পকলা একাডেমি মোড় হতে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান। তিনি বলেন-হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু সাধারণ মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির কথাই ভাবেননি; ভেবেছেন মানুষের অর্থনৈতিক মুক্তির কথাও। আর তাই ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি বীমা খাত সংস্কারে হাত দেন। বীমা খাতে বঙ্গবন্ধুর অবদান স্মরণীয় করে রাখতে প্রতিবছর ১ মার্চ ‘জাতীয় বীমা দিবস’ পালন করে আসছে সরকার। কারণ ১৯৬০ সালের এই দিনটিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্সুরেন্সে যোগদান করেন। তিনি আরো বলেন-মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের সততা এবং নিষ্ঠার সহিত কাজ করে বীমা ভুক্তভোগীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ অলিউল্লাহ ও মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. মনিরুল ইসলাম এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড, সরফরাজ খান জীবন বীমা কর্পোরেশন, রাফিউল ইসলাম পপুলার লাইফ, ইয়াসিন আলী প্রাইম ইসলামী লাইফ, ইদ্রিস আলী, মনিরুল ইসলাম ফারইস্ট ইসলামী লাইফ, আছিয়া খাতুন ন্যাশনাল লাইফ। র্যালি এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কোম্পানীর কয়েকশত কমকর্তা, এজেন্টসহ বীমা ভুক্তভোগী সদস্যরা।