মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ রেক্সোনা নামের এক নারী মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার বিকেলের দিকে মেহেরপুর স্টেডিয়ামপাড়া এলাকা থেকে রেক্সোনাকে আটক করে। রেক্সোনা মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের জীবনের স্ত্রী।
জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তুল্লাহর নেতৃত্বে সঙ্গীয় সাব-ইন্সপেক্টর মদন মোহন সাহা এবং মেহেরপুর সদর থানার এসআই তপন কুমার বিশ্বাসকে সাথে নিয়ে স্টেডিয়ামপাড়ায় রেক্সোনার ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের ভেতরে চৌকির নিচ থেকে ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পতাকা বৈঠকের পর সীমান্তে পড়ে থাকা নারীর লাশ গ্রহণ করলো মেহেরপুর পুলিশ : বেওয়ারিশ হিসেবে দাফন সম্পন্ন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ