মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্বাধীনতা-উত্তর প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক যুগান্তকারী কর্মসূচি ও ঐতিহাসিক অঞ্চল সমূহের আলোকে উপজেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, প্রধান শিক্ষক জাহিদুর রহমান, নুরুল ইসলাম, কমর উদ্দিন, মাকসুদা খাতুন, অর্চনা রানী প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রীর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ