মেহেরপুর অফিস: মেহেরপুরে পরকীয়া প্রেমিকার ঘরে অন্তরঙ্গ অবস্থায় জুটি আটক করা হয়েছে। গতকাল রোববার সকালে সদর উপজেলার উজলপুর গ্রামে পরকীয়া প্রেমিকার ঘরে তাদেরকে আটক করে এলাকাবাসী।
জানা গেছে, উজলপুর গ্রামের দিনমজুরী আজিজুলের স্ত্রী পারুল খাতুনের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম করে আসছিলো রাজন আলী। এরই সুবাধে গতকাল সকালে আজিজুলরে অনুপস্থিতিতে তার ঘরে প্রবেশ করে ওই গ্রামে জিকু কামালের প্রেমিক ছেলে রাজন। এসময় অনৈতিক কাজে লিপ্ত হলে স্থানীয় বে-রশিক জনতা তাদের ঘরের দরজা বন্ধ করে থানায় খবর দেন। পরে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।