মেহেরপুর অফিস: মেহেরপুরে টিটিসি’র উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর টিটিসি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন। মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিটিসি’র ইন্সট্রাক্টর সোহেল রানা। সেমিনারে অন্যান্যের মধ্যে আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন।