মেহেরপুর অফিস: নারী নির্যাতন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি তোহিদুুল ইসলামকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তোহিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার দফরপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
গত সোমবার দিবাগত রাতে মেহেরপুর সদর থানা পুলিশের এএসআই শাকিলের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট তার বাড়িতে অভিযান চালিয়ে তোহিদুলকে গ্রেফতার করেন। তার নামে পারিজারি আইনে মামলা রয়েছে। মামলা নং-সিআর ৫/২২।
সদর থানার এএসআই শাকিল জানান, গতকাল (১ আগস্ট) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালত থেকে থানায় আসার পর পরই অভিযান চালানো হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হবে।