মেহেরপুর অফিস: ‘ধর্ষকদের উল্লাস ও ধর্ষিতাদের কান্না আর নয় আর নয়’ এ সেøাগানে সারাদেশে ধর্ষণ ও নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর ওয়েভ ফাউন্ডেশন ইয়ূথ এসেম্বলি। গতকাল রোববার সকালে মেহেরপুর কোর্টরোডে ওয়েভ ফাউন্ডেশনের উপ সমন্বয়কারী আব্দুস সালামের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আব্দুস সালাম বলেন, সারা বাংলাদেশে যেভাবে শিশু ও নারী নির্যাতন বেড়ে চলছে তা খুবই উদ্বেগজনক। তিনি আরো বলেন, এমন একটি অবস্থা দাঁড়িয়েছে যেখানে বিচারহীনতার কারণে ধর্ষণকারীরা আইনী ফাঁক-ফোকড় দিয়ে পার পেয়ে যাচ্ছে। যার ফলে সারাদেশে ধর্ষণের হার বেড়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- যেনো খুব দ্রুত বাস্তবায়ন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ইয়ুথ অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ইউনিট ওয়েব ম্যানেজার তারিক কাজী ও ইয়ূথ সদস্য জাহাঙ্গীর আলম, মিতু আক্তার, জাবেদা খাতুন, রাবেয়া আক্তার, সাব্বির হোসেন জিয়া, শামীম জামান প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় ফেরার পথে ফরিদপুরে দুর্ঘটনা : দাদা-নানি ও ফুপা নিহত : মা ছোট বোনসহ ৫ স্বজন গুরুতর আহত
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ