মেহেরপুর অফিস: মেহেরপুরে বাড়ির উঠোনে ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন আব্দুল মালেক, ইমরান হোসেন, রিপন, তানিয়া খাতুন, আনোয়ার হোসেন ও আমিরুল ইসলাম। গতকাল বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের গোরস্থান পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর শহরের গোরস্তানপাড়ার সিদ্দিকের ছেলে আনোয়ার হোসেন পার্শ্ববর্তী মঈন উদ্দিনের ছেলে মালেকের বাড়িতে একটি ছাগল বাঁধাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আব্দুল মালেক ও তার দুই ছেলে ইমরান হোসেন, রিপন এবং মেয়ে তানিয়া অপর পক্ষের আনোয়ার হোসেন ও তার ভাই আমিরুল ইসলাম আহত হন। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ