মেহেরপুর অফিস: মেহেরপুরে তাঁতি লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর জেলা তাঁতি লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। গতকাল রোববার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা তাঁতী লীগের আহ্বায়ক সুবাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এর আগে সেখানে কেক কাটা হয়। এ সময় মেহেরপুর জেলা তাঁতী লীগের সদস্য সচিব আরিফুল ইসলাম মানিক, মুজিবনগর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক খালেক শেখ, জেলা তাতী লীগের সদস্য সাকিবুর রহমান সাক্কু, সদর উপজেলা তাঁতী লীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা, মোনাখালী ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক মোহাম্মদ সাহেব প্রমুখ উপস্থিত ছিলেন।