মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ সুজন আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া এলাকা থেকে সুজন আলীকে গ্রেফতার করা হয়। সুজন আলী নয়াপাড়া গ্রামের রহিম বকশের ছেলে।
জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কু-ুর নেতৃত্বে ডিবির একটি দল নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সুজন আলীকে গ্রেফতার করে তার কাছ থেকে একশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ