মেহেরপুর অফিস: বাংলাদেশ ডিএইচএমএস চিকিৎসক অ্যাসোসিয়েশনের আলোচনাসভা ও মেহেরপুর জেলা শাখার এডহক কমিটি গঠন করা হয়েছে। সভায় হোমিও চিকিৎসক শফিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএইচএমএস ডাক্তার অ্যাসোসিয়েশনের ঝিনাইদহ জেলা সভাপতি ও খুলনা বিভাগীয় যুগ্মসমন্বয়কারী বশির আহমেদ। সাতক্ষীরার কলারোয়া হোমিও কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোমিও চিকিৎসক এমএ আজিজ লেলিন, সাদিকুজ্জামান সেন্টু, কামাল হোসেন, অমলেন্দু চন্দ্র প্রমুখ।
পরে সেখানে বাংলাদেশ ডিএইচএমএস ডাক্তার অ্যাসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার এডহক কমিটি গঠন করা হয়। সাদিকুজ্জামান সেন্টুকে আহবায়ক এবং আজিজুর রহমানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করেন তারা। এডহক কমিটির সদস্যরা হলেন এমএ আজিজ লেলিন, নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মাহমুদা বেগম, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, আলাউদ্দিন, ইয়ামিন হাসান, শেখ মোহাম্মদ জসিমউদ্দিন। আগামী ১৫০ কার্যদিবসের ভেতরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ