মেহেরপুর অফিস: মেহেরপুর বাসটার্মিনালের একটি গ্যারেজে চুরি করার সময়ে হাতেনাতে জনতার হাতে আটক হেয়েছে আশিক ও কালি নামের দুই চোর। গতকাল রোববার সন্ধ্যার দিকে আশিক ও কালুকে আটক করা হয়। আটক আশিক মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়া এলাকার আনিসুর রহমানের ছেলে এবং কালু শহরের গোরস্থানপাড়ার রবিউল ইসলামের ছেলে।
জানা গেছে, মেহেরপুর শহরের নতুন বাসটার্মিনাল এলাকায় রিজুর গ্যারেজ থেকে বিভিন্ন ধরনের মোটরগাড়ির খুচরা যন্ত্রাংশ চুরি করার সময় স্থানীয় জনতা আশিক ও কালুকে হাতেনাতে আটক করে। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।