মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তঃজেলা ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মেহেরপুর জেলা জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জেলা পর্যায়ে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জেলা পর্যায়ে বিজয়ী ফুটবল বালক-বালিকা, হ্যান্ডবল বালক-বালিকা, কাবাডি বালক-বালিকা, দাবা বালক বালিকা এবং সাঁতার প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সারোয়ার, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর, গোলাম রাব্বানী সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা হক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুজামান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান, ডিস্ট্রিক্ট ট্রেনিং কো-অডিনেটর মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, মুজিবনগরের একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম, জাদুখালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তাজউদ্দীন, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়ারুল ইসলাম, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।