মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার বিকেলের দিকে মেহেরপুর শহরের বড়বাজার থানা সড়কের ফাতেমা-অরিন গ্যাসের দোকানে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
জানা গেছে, দোকানের পেছনের দিকে গ্যাস সিলিন্ডারের পাশে কে বা কারা সিগারেট খেয়ে অংশবিশেষ ফেলে রাখে। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা দেখে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। পাশে ছিলো অনেকগুলো গ্যাসের সিলিন্ডার। অল্পের জন্য রক্ষা পায় সিলিন্ডারগুলো। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে উপস্থিত হন।