মেহেরপুর অফিস: গাঁজা সেবনের দায়ে আকাশ (২০) নামের এক যুবকের ৩ দিন কারাদণ্ড ও একশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে মেহেরপুর শহরের ফৌজদারীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আকাশকে ৩ দিনের কারাদ- দেয়া হয়। আটক আকাশ ফৌজদারিপাড়ার আব্দুর রশিদ বাবুর ছেলে।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে আকাশের বাড়ির থেকে গাঁজাসহ আকাশকে গ্রেপ্তার করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আকাশকে ওই সাজা দেয়া হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম আদালত পরিচালনা করেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ