মেহেরপুর অফিস: গণ গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খাঁন, প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. এসএম ইব্রহীম শাহীন, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, সহকারী গ্রন্থাগারের ইনচার্জ এমদাদ হোসেন প্রমুখ। পরে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।