মেহেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ এবং শিক্ষা উপকরণ বিতরণ
মেহেরপুর অফিস: সেন্টার ফর ডেভেলপমেন্ট পিস (সিডিবি)’র মেহেরপুরের উদ্যোগে ‘পিছিয়ে পড়া শিশুদের জন্য আনন্দময় শিক্ষা প্রকল্পের’ আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের মাঝে ওই উপবৃত্তির অর্থ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সিডিবি’র ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মীর রওশন আলী মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিব হাসান। স্বাগত বক্তব্য রাখেন সিডিপি’র নির্বাহী পরিচালক তৃপ্তি কনা বিশ্বাস। সিডিবি’র কো-অর্ডিনেটর জন পি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, সদর উপজেলা সমাজ সেবা অফিসার আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম প্রমুখ। পরে মেহেরপুরের বিভিন্ন এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.