মেহেরপুর অফিস: মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। গতকাল বুধবার কলেজ প্রাঙ্গনে এ বিদায় অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা কমিটির সদস্য ও ছহিউদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ রাতুলের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহা. মহসিন আলী আঙ্গুর, প্রভাষক লুৎফর রহমান, আজাদ আলী, মাসুদ রেজা, ড. আলীবুদ্দীন প্রমুখ। পরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।