মেহেরপুরে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চেক ও গরু বিতরণ বিতরণ

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে গরু ও চেক বিতরণ করেছে জেলা সমবায় অফিস। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জেলা প্রসাশক ড. মুহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এনডিসি সচিব মশিউর রহমান ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক তরুন কান্তি শিকদার। গতকাল রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২৫০ জনের মাঝে গরু ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৮ জনের মাঝে গরু ও অন্যদের গরু ও খাবার ক্রয়ের জন্য ১ লাখ ৫ হাজার টাকার করে চেক দেয়া হয়েছে। এ টাকা ১৫ মাস গরু পালন-পালন করে বিনা সুদে শতকরা মাত্র তিন টাকা সার্ভিস চার্জ দিয়ে পরিশোধ করতে হবে। সরকারি এই সুবিধা পেয়ে খুশি সুবিধাভোগীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় এই উদ্যোগ চলমান থাকবে। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়ন হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More